রামগড়-সাব্রুম স্থলবন্দর দু’দেশের ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটাবে

fec-image

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ রবিবার (১৬ জুন) রামগড়- সাব্রুম স্থল বন্দরের স্থান ও ফেনী নদীর ওপর নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন।  এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখানে স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে।

সকাল ১১টায় সড়ক পথে চট্টগ্রাম থেকে রামগড়ে পৌঁছে তিনি মহামুনি সীমান্ত এলাকা প্রস্তাবিত রামগড়-সাব্রুম স্থলবন্দরের স্থান এবং ফেনীনদীর ওপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ পরিদর্শন করেন।

এ সময় ভারতের ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) জেনারেল ম্যানেজার দিলবাগ সিং হাই কমিশনারকে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ২০২০ সালের এপ্রিলে মৈত্রী সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে তিনি তাঁকে জানান।

এদিকে, সড়ক পথে চট্টগ্রাম থেকে রামগড়ে এসে পৌঁছলে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলিকে ফুলেল স্বাগত জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি, খাগড়াছড়ির জেল প্রশাসক মো. শহিদুল ইসলাম, রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. তারিবুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন, শরণার্থী পুর্নবাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান এবং খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা।

এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল ও জুয়েল চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মো. চাহেল তস্তুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মৈত্রী সেতু পরিদর্শন শেষে মহামুনিতে অবস্থিত ঐতিহ্যবাহি মহামুনি বৌদ্ধ বিহারও পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। পরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে স্থানীয় উপজাতীয় শিল্পীদের পরিবেশনায় এক নৃত্যানুষ্ঠান উপভোগ করেন তিনি। তাঁর সফরসঙ্গীর মধ্যে ছিলেন, চট্টগ্রামস্থ সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যাণার্জী, হাই কমিশনারের ফাস্ট সেক্রেটারি নবনিতা চক্রবর্তী, সহকারী হাই কমিশনারের সেকেন্ড সেক্রটারি শুভাশীষ সিনহা ও হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরেশ কুমার। রামগড়ে মধ্যাহ্ন ভোজের পর হাই কমিশনার রিভা গাঙ্গুলী ফটিকছড়ির মাইজ ভান্ডার শরীফ পরিদর্শনে যান।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত হওয়ার পর রিভা গাঙ্গুলি দাশ এই প্রথম রামগড় সফরে আসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ব্যবসা বাণিজ্যে, ভারতীয় হাই কমিশনার, রামগড়-সাব্রুম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন