রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ১

ramu pic accident  (1)

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। হতাহত ৩জন একই মোটরসাইকেলর আরোহী ছিলেন বলে জানা গেছে । বৃহস্পতিবার সকাল পৌনে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান লাটি মৌলভীর টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম (২২) কক্সবাজার সিটি কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী। সে কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার আবদুল হাকিমের ছেলে। আহতদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার মোস্তফার ছেলে জসিম উদ্দিন মুন্নার (২৪) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ঝূঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়িটির চালক প্রাণ হারান। আহত অপর দুই আরোহীকে মূমুর্ষূ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

নিহত মো. সেলিমের বন্ধু নুর হোসেন জানিয়েছেন, হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে আসায় এ দুর্ঘটনা ঘটেছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান জানিয়েছেন, হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে দুর্ঘটনার বিষয়টি সত্য নয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্দেশ্যে এসব কথা বলা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন