রামুতে সাংসদ কমলের মায়ের জানাজায় শোকার্ত জনতার ঢল

রামু প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর নামাজের জানাজায় সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় শরিক হন জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ হাজার হাজার শোকার্ত জনতা।

জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা।

জানাজায় ইমামতি করেন রামু কেন্দ্রীয় জামেয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক।

এছাড়া জানাজায় মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশিষ্ট আলেমেদ্বীন এমদাদিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইছহাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নুরুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, দৈনিক কালের কণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার তোফাইল আহমদ, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি মো. খোরশেদ আলম, সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শাহজাহান, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম, নুরুল হক ও সোহেল জাহান চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, রামু ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমসহ ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

জানাজা শেষে মন্ডলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর মরদেহ রামু মন্ডলপাড়াস্থ বাড়িতে নিয়ে আসা হয়। রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার শোকার্ত মানুষ শোকাহত পরিবার-পরিজনকে সমবেদনা জানাতে ছুটে যান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন