“রামুর ইউএনও হলেন টেকনাফের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা”

রামুর নতুন ইউএনও প্রণয় চাকমা

পদোন্নতি নিয়ে ইতিহাস ঐতিহ্যের উপজেলা রামুর ইউএনও হলেন টেকনাফের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

গত ২১ এপ্রিল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়।

৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০১৭ সালের ২৩ জুলাই টেকনাফে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের ১ মাসের মাথায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটায় দাপ্তরিক কাজের পাশাপাশি তাঁকে বেশীর ভাগ সময় রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে হয়েছে। এরপরও সীমান্তবর্তী উপজেলা হিসেবে রোহিঙ্গা সমস্যার সমাধান, সরকারী জমি উদ্ধার, পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ মাদক এবং মানবপাচার প্রতিরোধে তাঁর নিয়মিত তৎপরতা সরকারের উচ্চ মহলেও বেশ প্রশংসনীয়। প্রসঙ্গত, এর আগে তিনি দীর্ঘ সাড়ে ৪ বছর নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন