রামু সেনানিবাসে স্বাস্থ্য বিভাগের কীটনাশকযুক্ত মশারী বিতরণ

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু সেনানিবাসে সাত হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২২ মে) রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান পিএসসি’র হাতে এ মশারীগুলো প্রদান করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম।

এসময় ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের এডিএমএস কর্নেল আবদুল্লাহ আল মামুন, কর্নেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জমান, লে. কর্নেল মো: মেহেদী হাসান খান, ক্যাপ্টেন গালিব মোস্তফা, রামু হাসপাতালের এমওডিসি ডা. রাজেদ আল হাসান, মুক্তি-কক্সবাজারের প্রজেক্ট ম্যানেজার মো. জসীম উদ্দিন, মুক্তি-কক্সবাজারের রামু উপজেলা ম্যানেজার দুলাল বড়ুয়া প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মুক্তি-কক্সবাজারের সহযোগিতায় সরকারের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে রামু উপজেলার ১১ ইউনিয়নের ম্যালেরিয়া উপদ্রুত কমিউনিটিতে ১ লক্ষ ৩৬ হাজার, রামু বিজিবি ক্যাম্পে ২ হাজার মশারীসহ সর্বমোট ১ লক্ষ ৪৫ হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন