জিপ গাড়ি উদ্ধার

রুমায় অপহৃত ৬ জনের মধ্যে ৩ হেলপারকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা

fec-image

চাঁদা না পেয়ে অস্ত্রের মুখে তিনটি চাদেঁর গাড়ির চালক, হেলপারসহ ৬জনকে অপহরণের পর ৩জনকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (১৯আগষ্ট) সন্ধ্যা অপহরণের ঘটনাস্থল থেকে কিছু দূরে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই স্থান থেকে তিনটি জিপ গাড়িও জব্দ করা হয়েছে।

ছাড়া পাওয়ারা হলেন আবদুল্লাহ, সুমন মারমা, মিল্টন কর্মকার বুইশ্যা। তারা তিনজনই তিনটি জিপের হেলপার ছিলেন।

তবে এই সংবাদ লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) তিন গাড়ি চালক লেবুঝিরি এলাকার বাসু কর্মকার, রুমা সদরের নয়ন জলদাস ও চট্টগ্রামের আমিরাবাদ এলাকার মোহাম্মদ মিজানকে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর দুটি টিমসহ স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছিল।

জানা গেছে এর আগে গাড়ি পরিচালনায় নিয়োজিত লাইনম্যানের কাছে চাঁদা চেয়ে চিঠি পাঠায় দুষ্কৃতিকারীরা। চাঁদা না দিলে বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

পরে চিঠির শর্ত অনুযায়ী চাঁদা পরিশোধ না করায় অপহরনের এই ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা।

এদিকে অপহরণের পর থেকে তিন গাড়ি চালকের ব্যবহৃত মুঠোফোনগগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, মুক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন