রোহিঙ্গাদের ফেরাতে চীনের কাছে মিয়ানমার অঙ্গীকার করেছে :পররাষ্ট্রমন্ত্রী

fec-image

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের কাছে মিয়ানমার রাজনৈতিক অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৮ জুলাই) গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনে সফরকালে দেশটির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তখন রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাও হয়েছিল। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের কাছে মিয়ানমার রাজনৈতিক অঙ্গীকার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৯ থেকে ১০ জুলাই জিসিএ ঢাকা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনাসহ জিসিএ’র কমিশনার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন