রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

 

উখিয়া প্রতিনিধি:

মিয়ানমারে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম আমাদের আলোকিত সমাজ।

রোববার রোহিঙ্গা মুসলিম রিফুজি চট্টগ্রাম ও এনজিও সংস্থা ঘরণীর আর্থিক সহযোগিতায় উখিয়ার তাজুনিরমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এআর কামরুল ইসলাম, সেক্রেটারি আনিসুর রহমান মামুন, আমাদের আলোকিত সমাজের উপদেষ্টা গণমাধ্যম ব্যক্তিত্ব জালাল উদ্দিন আহমদ চৌধুরী, টিম লিডার ছালেহ্ নাছের জাবেদ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, লুঙ্গি, থামি, কলসি, বদনা, প্লেইট, গ্লাস, গামলা, মশারী, ছাটাই, জগ ইত্যাদি।

এদিকে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের উদ্যোগে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রামস্থ রাউজানের উদ্যোগে রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়। উখিয়ার বালুখালী ক্যাম্পে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল মনসুর, প্রফেসর অলি আহমদ, ডাক্তার আলহাজ্ব শহীদুল্লাহ, ডাক্তার মুহসীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন