লামায় অবৈধ বালি উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

fec-image

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজায় অবৈধ বালি উত্তোলনের জন্য ব্যবহৃত মেশিন ও পাইপ লাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০মে) লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত এসকল সামগ্রী পুড়িয়ে ধ্বংস করেন।

দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা থেকে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালি ও মাটি পাচার করে আসছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, অবৈধভাবে বালি, মাটি ও পাথর পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসকল পাচার কাজে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। বৃহস্পতিবারের পরিচালিত ভ্রাম্যমান আদালতে বালি উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ লাইন ও মেশিন জব্দ পূর্বক ধ্বংস করে দেওয়া হয়েছে। এসময়ে বালি উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন