ঘূর্ণিঝড় ফণীর কারণে

শনিরাবের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ১৪ মে

fec-image

ঘূর্ণিঝড় ‌‘ফণী’র কারণে এ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ঘূর্ণিঝড় ‌‘ফণী’র কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের শনিবারের (৪ মে) পরীক্ষা আগামী ১৪ মে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

শুক্রবার সন্ধ্যায় দেশের খুলনায় আঘাত হানতে পারে ‘ফণী’। এটি শক্তিশালী আকার ধারণ করায় বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর বিপৎসংকেত জানানো হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের উপকূলীয় ১৯ জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা এলাকার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন