শারদীয় দুর্গা মহোৎসব সম্প্রীতির এক মিলনক্ষেত্র

মহালছড়ি প্রতিনিধি:

শারদীয় দূর্গা মহোৎসব সম্প্রীতির এক মিলনক্ষেত্র। এ ধর্মীয় উৎসব যেভাবে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে ঠিক তেমনি আগামী দিনগুলোও সবাই সেই মানসিকতা নিয়ে চলতে হবে।

বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় খাগড়াছড়ির মহালছড়িতে সনাতন ধর্ম্বাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা মহোৎসব এর পূজা মণ্ডপ পরিদর্শনকালে মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি চিন্তাহরণ শর্মা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হারুন ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় প্রশাসন কঠোর হাতে দমন করবে। সেনাবাহিনী সকল ক্ষেত্রে নিরাপত্তার পাশাপাশি সকল ধর্মাবলম্বীদের সম্প্রীতি রক্ষায় যথাসাধ্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় আদর্শ লালন করে হিংসা, বিদ্বেষ পরিহার করে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির ভাব বজায় রাখার আহবান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী ও নগদ টাকার অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন