শীতকালেও কমছে না লোড শেডিং, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

লোডশেডিং
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় শীতকালেও পল্লী বিদ্যুতের তীব্র লোড শেডিং দেখা দিয়েছে। ফলে এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, পেকুয়ায় গত এক সপ্তাহ ধরে দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। সীমাহীন এ লোড শেডিং এর কারণে পেকুয়া উপজেলা পরিষদের জরুরী কাজ, পেকুয়া সাব রেজিষ্ট্রি অফিস, যাবতীয় ফটোষ্ট্যাট মেশিন, ছোট বড় কলকারখানা অচল হয়ে পড়েছে।
অন্যান্য বছর পেকুয়ায় গরম কালে লোড শেডিং থাকাটা স্বাভাবিক ঘটনা হলেও শীতকালে মাত্রাটা কমে আসত। কিন্তু এবার শীতকালে লোড শেডিং এর মাত্রা বেড়ে গেছে।
এ দিকে বিদ্যুতের লোড শেডিং এর কারণে এস,এস,সি পরীক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ইনচার্জ খোরশেদ আলম জানান, মেইন লাইনে কাজ করার কারণে বিদ্যুতের লোড শেডিং বেড়ে গেছে। বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে দিলে এ লোড শেডিং কমে যাবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন