সকল স্তরে দুর্নীতি রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান

মহেশখালী প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ ও দুর্নীতি প্রতিরোধে প্রতিটি স্তরে সাধারণ মানুষকে সঠিক সেবা দিতে আহ্বান করা হয়েছে।
সোমবার (১৪ মে) মহেশখালীতে মাসিক আইন-শৃংখলা সভায় বক্তরা এই আহ্বান জানান।

সভায় উপজেলা ডিএসবি’কে দ্রুত অপসারণ, রমজানে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ, বাজারে সঠিক পরিমাণে মালামাল বিক্রি, কমিউনিটি সেন্টারের সীমানা বিরোধ সমাধান, ধলঘাটায় বেড়িবাধ দ্রুত সময়ে সংস্কারসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোছাইন ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, পৌর মেয়র মকছুদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ, সাজ্জাদ হোসেন চৌধুরি, ডা. নুরুল আমিন, পল্লি বিদ্যুৎ-এর ডিজিএম আবুল বশর মোহাম্মদ সামছুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিন, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, ধলঘাটার কামরুল হাসান, কুতুবজোমের মোশাররফ হোসেন খোকন এবং সাংবাদিকসহ আইন শৃংখলা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন