Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার  জন্যই তথ্য অধিকার আইন: তথ্য কমিশনার ড. মো: গোলাম রহমান

nc-news-totto-odikar-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. মো: গোলাম রহমান বলেছেন, সমাজে স্বচ্চতা ও জবাবদিহিতার জন্য তথ্য অধিকার আইন। দেশকে আমরা সবাই ভালবাসি, সমাজ ব্যবস্থা উন্নতি হচ্ছে এ জন্য জাতীয় স্বার্থে, নিজেদের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। একে অপরের প্রতি পারষ্পরিক শ্রদ্ধাবোধ রাখতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে আজ জবাবদিহিতা হচ্ছে। প্রশাসন জনগণকে তাদের কর্মকান্ডের বিষয়ে তথ্য বোর্ড ও চিটিজেন চার্টারের মাধ্যমে অবহিত করছে। বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়ৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে তথ্য কমিশনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার।

প্রশিক্ষণে অংশ নেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: ছৈয়দ ছাবিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মোহা: তাজ নওয়াজ উল কবির, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, আইসিডিপি (সিএইচটি) উপজেলা প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল হক, উদ্যানতত্ত্ববিদ মো: এমরান কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ আজিজ, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত আনসার ভিড়িডি কর্মকর্তা তাহেরা বেগম, উপ সহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম, সমাজ সেবা অফিস সহকারী অংশৈসিং মার্মা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: মহিউদ্দিন, ইউপি সচিব মো: এরশাদুল হক, আবু হানিফ রাজীব, মছিহুদদৌল্লাহ, বোধিসত্ত্ব বড়ুয়া, উপ খাদ্য পরিদর্শক সুবল চন্দ্র বড়ুয়া, মো: আইয়ুব আলী, মো: মিজানুর রহমান,), প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, জাহাঙ্গীর আলম কাজল, দেলোয়ার হোসেন, মো: সোলেমান অধ্যক্ষ মো: ছৈয়দ হোসাইন, প্রধান শিক্ষক নাসরিন আক্তার, ব্র্যাক ম্যানেজার সুমন দাশ, প্রধান শিক্ষক খায়রুল বাশার, শিক্ষক আবদুল হালিম, এনজিও কর্মী মংড়ী চাক, মো: আবু নছর, মো: মোবারক হোসেন, পাথুই কান্তি চাকমা, আনোয়ারুল ইসলাম (ডিএসবি), মো: কামাল হোসেন (ডিজিএফআই) প্রমূখ।

প্রশিক্ষণে তথ্য ও তথ্য  অধিকার কি, তথ্য অধিকার আইনের উৎপত্তি ও ক্রমবিকাশ, তথ্য প্রাপ্তির আবেদন, তথ্য পেতে কি করতে হবে, না পেলে কি করতে হবে, আপিল ও অভিযোগের নিয়মাবলী ইত্যাদি সম্পর্কে হাতে কলমে ধারনা প্রদান করা হয়।

এদিকে তথ্য কমিশনার প্রশিক্ষণ কর্মশালা শেষে নাইক্ষ্যংছড়ির দৃষ্টি নন্দন শৈলশোভা লেক ও নব নির্মীত স্মৃতিসৌধ এলাকা পরিদর্শণ করেন। এ সময় তিনি সম্ভাবনাময়ী নাইক্ষ্যংছড়ি উপজেলাকে বিশে^র দরবারে তুলে ধরতে প্রশাসন-সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। পরে তথ্য কমিশনার নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন