সরকার স্বেচ্ছায় কোন পক্ষের চাপে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবেন- ওয়াদুদ ভূঁইয়া

khagrachari 05jpg

খাগড়াছড়ি প্রতিনিধি:

সহসাই বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আসবে। সরকার স্বেচ্ছায় কোন পক্ষের চাপে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগানস্থ আদর্শ যুবসংঘ ক্লাবের হলরুমে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে সরকার দলীয় নেতাকর্মীদের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হতে নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।

সাংগঠনিক ভাবে দলকে গতিশীল করতে গুইমারা উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভা করেন জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় গুইমারা নবগঠিত উপজেলা বিএনপি ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান এবং প্রধান অতিথির সাথে পরিচয় করিয়ে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন