‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ’

C 24-Picture-24-05-13

আলমগীর মানিক,রাঙামাটি:
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিকদের মাধ্যমেই দেশ ও সমাজের সুখ-দুঃখের কথা আমরা সকলেই জানতে পারি। দেশকে ভালবাসতে হবে, সকলে মিলে ভাল কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল২৪ এর এক বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের উপসচিব ও রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী খোদেজা আক্তার খানম একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্যাঞ্চলের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমদ বলেন, বস্তনিষ্ঠ সংবাদ বলতে কিছু নেই,সঠিক তথ্যের ভিত্তিতেই সংবাদ পরিবেশন করতে হবে।
শুক্রবার চ্যানেল ২৪ এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফুদ্দিন আহমদ, রাঙ্গামাটি নেজারত ডেপুটি কালেক্টর মামুন সরদার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলী।

এর আগে বর্ষপুর্তি উপলক্ষে সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে অনুষ্ঠিত র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপরে চ্যানেল২৪ এর বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন