সাজেকে অস্ত্র, গুলি ও চাঁদাবাজির টাকাসহ ইউপিডিএফ কালেক্টর আটক

সাজেক প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে অস্ত্র ও গুলি এবং চাঁদাবাজির নগদ টাকাসহ এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার(২৬নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাজেকের করল্ল্যাছড়ি এলাকার ডংগু চাকমার বাড়ি থেকে রিমেন চাকমা(১৮)নামে ইউপিডিএফ’র এই কালেক্টরকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি এলজি, এক সেট কম্বাইন্ড পোশাক, ২ রাউন্ড কার্তুজ গুলি, ১টি চাকু, চাঁদা আদায়ের রশিদ ও নগদ ২লক্ষ ১৪হাজার ৫শত টকা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ১২বীর বাঘাইহাট জোনের  জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  গোলাম আজম ও মেজর আবুল বাশার’র নেতৃত্বে একটি টিম  ডংগু চাকমার বাড়িতে অভিযান চালিয়ে ওইসব অস্ত্রসহ রিমেল চাকমাকে আটক করে।

আটককৃত রিমেল চাকমা ইউপিডিএফ’র ওই এলাকার একজন চাঁদা সংগ্রহকারী সশস্ত্র সদস্য বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।

আটক রিমেন চাকমাকে সাজেক থানার অফিসার ইনচার্জ  নুরুল আনোয়ারে মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন