সাজেকে পুণরায় সব ধরণের যানবাহন চলাচল শুরু

Capture

সাজেক প্রতিনিধি:

সন্ত্রাসী গোষ্ঠীর গাড়িতে হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিতে গত রবিবার থেকে সাজেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে সকল যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় বাঘাইহাট থেকে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশে রওনা হয়। যানবাহন চলাচল স্বাবাভিক হওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।

উল্লেখ্য, সাজেকে যানবাহন চলাচল চালু করার ব্যাপারে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বুধবার সন্ধ্যায় মাসালং সেনা ক্যাম্পে নিরাপত্তা বিষয়ক একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাজেকের স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাসে খাগড়াছড়ি জীপমালিক সমিতি ও বাঘাইহাট জীপমালিক সমিতি গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেয়। এছাড়াও সাজেকের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীর পক্ষ থেকে এব্যাপার নিরাপত্তা বাহিনীর কাছে সহায়তা চাওয়া হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে আজ থেকে সাজেকে গাড়ি চলাচল শুরু হল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন