সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে : বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধণা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি অংশৈচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। আজকের প্রজম্মকে আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। এসময় তিনি শিক্ষকদের আরও মনোযোগ সহকারে পাঠদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, নেইতন বুইতিং, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু ছালে সরকার, সহকারী শিক্ষা অফিসার মো. আক্তার উদ্দিন, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. মুমিনুল ইসলাম, প্রমুখ।

স্কুলের সহকারী শিক্ষক তপন কান্তি দাশের সঞ্চালনা অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচহ্লা মারমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা পরিষদ চেয়ারম্যান, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন