সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনায় বসা জরুরি: বান কি-মুন

সবদলের অংশ গ্রহণে নির্বাচনের তাগিদ মুনের

ডেস্ক নিউজ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংঘাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনায় বসা জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সাথে সাক্ষাত করলে গেলে বান কি মুন এসব কথা বলেন।
জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসিরকি জানান, আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে উত্তেজনা এবং দূরত্ব কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সংলাপের ওপর জোর গুরুত্ব দেন জাতিসংঘ মহাসচিব।
পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি মহাসচিবকে আশ্বস্ত করে বলেন, বিএনপি আগ্রহ না দেখালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বিরোধী দলকে সংলাপে আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবার অংশগ্রহণে চমৎকার একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হোক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন