সেনাবাহিনী সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, সেনাবাহিনী প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে যাচ্ছে। তিনি সকলকে যার যার ধর্মীয় নীতি অনুসরণ করেই শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।এ সময় তিনি আলোক নবগ্রহ ধাতু চৈত বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষুকে চিবর ও ফলমূল প্রদান করেন।

তিনি বৃহস্পতিবার (২২ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সদরের আলোক নবগ্রহ ধাতু চৈত বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ২০তম মহা দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানে এ কথা বলেন। তিনি আলোক নবগ্রহ ধাতু চৈত বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষুকে চিবর ও ফলমূল প্রদান করেন।

এ সময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও খাগড়াছড়ি, বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইথো অং মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন