স্থানীয় এমপি’র হস্তক্ষেপে ‘জলকেলি’ উৎসব হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের হস্তক্ষেপের কারণে অবশেষে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সামাজিক ‘জলকেলি’ উৎসব হচ্ছে এমনটা তথ্য নিশ্চিত করেছে মারমা সংস্কৃতি সংস্থা’র (মাসাস) সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু প্রু চৌধুরী।

মাসাস’র এ নেতা বলেন, পাহাড়ে অরাজকতা পরিস্থিতি, খুনোখুনি বিশেষ করে বাঘাইছড়ি ও বিলাইছড়ি হত্যাকান্ডের কারণে আমরা আমাদের সামাজিক উৎসব ‘জলকেলি’ উৎসব বাতিল করতে সিদ্ধান্ত গ্রহণ করি।

কিন্তু স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতা দীপংকর তালুকদার নিজ উদ্যোগে মারমা সম্প্রদায় তথা আমাদের ডেকে নিয়ে জলকেলি উৎসব করতে বলেন  এবং উৎসবটি পালনে আইনানুগ সকল ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

এরপর আমাদের সংগঠনের নেতারা স্থানীয় এমপি’র আশ্বাসের ভিত্তিতে আবারও উৎসবটি পালনের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছি।

প্রসঙ্গত: ‘জলকেলি উৎসবটি মারমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব। মূলত নববর্ষের পরের দিন মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা মিলে পুরনো বছরের সকল গ্লানি মূছে ফেলতে একজন আরেক জনের গায়ে পানি ছিটিয়ে দেয়। যা পরবর্তী একটি বিশেষ অনুষ্ঠান স্থলে সম্প্রদায়টির তরুণ-তরুণীরা পানি খেলায় মিলিত হয় বলে উৎসবের অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্থানীয় এমপি’র হস্তক্ষেপে ‘জলকেলি’ উৎসব হচ্ছে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন