হিন্দু থেকে মুসলিম হলেন একই পরিবারের ৫ জন

image_90650_0

পার্বত্যনিউজ রিপোর্ট:

শহরের হাজীগঞ্জের পরিমল চন্দ্র শীলের পরিবারের ৫ সদস্য রোববার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণগগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন আহম্মেদের আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ব্যাপারে তাদের সহযোগিতা করেন নেদায়ে ইসলাম।

অ্যাডভোকেট শাহাজাহান মোড়ল জানান, পরিমল চন্দ্র শীলের পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার কাছে আসে। পরিবারের পাঁচ সদস্য সবাই ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে আদালত তাদের আদেশ দেন।

পরিমল চন্দ্র শীল বর্তমানে আহমদ আবু বাকার জানান, নিউ হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে বাসার পাশে মসজিদে এক বছর ধরে বিভিন্ন ওয়াজ ও ধর্মের দাওয়াতে আমার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণে ইচ্ছা প্রকাশ করে। এরপর রোববার সব সদস্য আদালতে এসে ইসলাম ধর্ম গ্রহণের অনুমতি নেয়।
 
তিনি আরো জানান, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে পরিমল চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু বাকার, স্ত্রী দিপালী রানি বর্তমানে আমিনা মোতমাইন্না, বড় ছেলে অপু চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু আরশাদ, মেজো মেয়ে রেখা রানি শীল বর্তমানে আয়িশা সিদ্দিকা ও ছোট ছেলে অমিত চন্দ্র শীল বর্তমানে আহমাদ আবু আরদিল্লাহ হিসেবে সমাজে পরিচিতি লাভ করবে।
 
অপরদিকে, ইসলাম ধর্ম গ্রহণের পর আদালতে তাদের অভিনন্দন জানায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি হোসেনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু।

 আরও খবর পড়ুন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুসলিমরা নির্মম নির্যাতনের শিকার

উপজাতীয় নওমুসলিমদের ওপর খ্রিস্টান মিশনারীদের দৌরাত্ম

মুসলিম হচ্ছেন বলিউডের সেক্স সিম্বল নায়িকা মমতা কুলকার্নি

নায়িকা শাবনাজের বদলে যাওয়ার গল্প

আমি আল্লাহর কাছে তওবা করেছি আর ওড়না খুলবো না- ভীনা মালিক(ভিডিওসহ)

ইসলামকে জানার চেষ্টায় আমার চোখ খুলে গেল- মার্কিন সঙ্গীত শিল্পী জেনিফার(ভিডিওসহ)

চলচ্চিত্রে নিজের অভিনীত চরিত্র দেখলে এখন নিজেই বিব্রত হন শাবানা

খাগড়াছড়িতে অর্ধসমাপ্ত মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে দিলেন জেলা আনসার ভিডিপি কর্মকর্তা

বান্দরবানের পাহাড়ে চলবে ট্রেন

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলাম, ইসলাম ধর্মগ্রহণ, মুসলিম
Facebook Comment
আরও পড়ুন