১০ জুলাই নানিয়ারচরে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে ২৭ জনকে অপহরণের ঘটনার প্রতিবাদে নানিয়ারচর উপজেলায় ১০ জুলাই সড়ক ও নৌ পথে অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।

রোববার (৮ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠনো নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরাণধন চাকমা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯ জুলাই উপজেলার ঘিলাছড়ি এলাকায় সংগঠনটির পক্ষ থেকে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রোববার সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার হাতিমারা মুখ-ক্যারেটছড়ির দোরের টিলা এলাকায় সাধারণ গ্রামবাসী বহনকারী নৌকাগুলোর গতিরোধ করে প্রতিটি নৌকা থেকে এক-দুজন করে ২৭ জনকে অপহরণ করে নিয়ে যায়।

ইউপিডিএফ প্রসীত গ্রুপ এ ঘটনার জন্য ইউপিডিএফ বর্মা গ্রুপ এবং জেএসএস সংস্কারকে দায়ী করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন