১৫০ বাংলাদেশি পুলিশ হেফাজতে, নাম ঠিকানা যাচাই বাছাই চলছে

cox1
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০ বাংলাদেশির জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরীতে তাদেরকে রাখা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, ফিরিয়ে আনা বাংলাদেশিদের বিষয়ে আরও যাচাই বাছাই করা হচ্ছে। কিভাবে তারা মানবপাচারের শিকার হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষেই তাদেরকে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, ফিরিয়ে আনা বাংলাদেশিদের কেউ কোন অপরাধে জড়িত ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের এলাকায় প্রশাসনের তদারকি চলছে। ১৫০ জনের মধ্যে কেউ অপরাধী থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।

ফিরে আসা ১৫০ বাংলাদেশিদের মধ্যে কক্সবাজার জেলার ২৯, নরসিংদীর ৫৬, ঝিনাইদহ’র ১২, টাঙ্গাইলের ৩, চট্টগ্রামের ৮, চুয়াডাঙ্গার ৪, নারায়ংগঞ্জের ৪, ব্রাহ্মণবাড়িয়ার ৬, বান্দরবানের ৯, কুমিল্লার ১, চাঁদপুরের ১, রাজবাড়ীর ২, যশোরের ২, পাবনার ৫, বাগেরহাটের ৪, হবিগঞ্জের ১ ও নাটোরের ১ জন।

সোমবার মিয়ানমারে পতাকা বৈঠকের মধ্যদিয়ে তাদেরকে ফিরিয়ে আনে বিজিবি। সন্ধ্যায় জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২১ মে মিয়ানমার উপকূলে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করেছিল সেদেশের নৌ বাহিনী।

ফিরিয়ে আনা বাংলাদেশিদের সাথে সংবাদকর্মীদের কথা বলতে দেয়া হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন