৩ জুন মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন

ডেস্ক নিউজ:
আগামী ৩ জুন বিকেল সাড়ে ৫টায় নবম জাতীয় সংসদের ১৮ অধিবেশন বসছে। যা মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট সংবিধানের ৭২ এর (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সোমবার রাতে এ অধিবেশন আহ্বান করেন।

মঙ্গলবার সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
এ অধিবেশন কত দিন চলবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। অধিবেশনের আগ দিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

৬ জুন জাতীয় সংসদে সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটের আকার দুই লাখ ২৪ হাজার কোটি টাকা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে।

ড. শিরীন শারমিন নারী স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর প্রথম এই বাজেট অধিবেশনে দায়িত্ব পালন করবেন। নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের শেষ দিন গত ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন স্পিকার হিসেবে শপথ নিলেও ওইদিন দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার শওকত আলী।
এদিকে, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রধান বিরোধী দল বিএনপিকে এই অধিবেশনে যোগ দিতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন