৬ দফা দাবী আদায়ের লক্ষে পানছড়িতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

M Bandon PIC

পানছড়ি প্রতিনিধি:
৬ দফা দাবী আদায়ের লক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার), নন ক্যাডার, ও ফ্যাংশনাল সার্ভিস সমুহের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে দাড়িয়ে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রস্তাবিত জাতীয় ৮ম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুণর্বহাল, ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দান, আন্ত: ক্যাডার বৈষম্য দূর করা, উপজেলা থেকে কেন্দ্রীয় কর্মকর্তাদের পদমর্যাদায় সমতা, উপজেলা পরিষদে ন্যস্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, অন্যান্য ব্যয় এবং প্রকল্পসমূহের বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর দ্বারা পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মো: জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোহাগময় চাকমা ও ডা: মো: সাজ্জাদ হোসেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন