৮ মার্চ শুরু হচ্ছে শতবর্ষী ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে শতবর্ষী ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব শুরু হচ্ছে ৮ মার্চ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বোমাং রাজার কার্যালয়ে রাজপূণ্যাহ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বোমাং রাজা উ: উচপ্রু।

সংবাদ সম্মেলনে বোমাং রাজা প্রকেীশলী  উচপ্রু চৌধুরী বলেন, ৩ দিনব্যাপী জুমের বাৎসরিক খাজনা আদায়ের অনুষ্ঠান ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব (পইংজ্রা) ৮ মার্চ শুরু হবে। এবারের রাজপূণ্যাহ হচ্ছে ১৪১তম রাজপূণ্যাহ মেলা।

১৮৭৫ সালে ৫ম বোমাং রাজা সাক হ্ন ঞো’র আমল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব হয়ে আসছে। রাজপূণ্যাহ মেলায় বসবে নাগর দোলা, সার্কাস, বিচিত্রানুষ্ঠান, পুতুল নাচ, মৃত্যুকূপ, হাউজিসহ ব্যতিক্রমী নানা আয়োজন।

এছাড়াও নানা রকম জিনিসপত্রের দোকান এবং রাতব্যাপী চলবে যাত্রা অনুষ্ঠান।

রাজপূণ্যাহ উৎসব পরিণত হবে পাহাড়ি-বাঙ্গালির মিলন মেলায়। শুধুমাত্র বান্দরবান, রাঙামাটি নয় রাজপূণ্যাহ মেলা দেখতে ভীড় জমায় দেশি-বিদেশি হাজারো পর্যটক।

বোমাং রাজ প্রথা অনুযায়ী রাজ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরুষ রাজা নির্বাচিত হন। ঢাক, ঢোল পিটিয়ে রাজকীয় পদ্ধতিতে দূর্গমাঞ্চলগুলোতেও পূণ্যাহ মেলার বার্তা পৌছিয়ে দেওয়া হয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে।

এবারের রাজপূণ্যাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন কৃষি মন্ত্রী ডা: মো. আব্দুর রাজ্জাক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৮ মার্চ শুরু হচ্ছে শতবর্ষী ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন