অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাঁতীদল নেতাকে আর্থিক সহায়তা

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ি উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. আলী আকবরকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা তাঁতীদল।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে আগুন লেগে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি অফিস ও একটি বাসা (আলী আকবর এর বাসা), অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির খবর পেয়ে বৃহস্পতিবার বাঘাইছড়ি আসেন রাঙ্গামাটি জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার আজীম ও সাধারণ সম্পাদক রতন মাহাজন, ক্ষতিগ্রস্ত আলী আকবরের বাসা পরিদর্শন করে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও বিভিন্ন তৈজসপত্র প্রদান করে জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

এর আগে বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলী আকবরকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান মুহুর্তে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বাঘাইছড়ি উপজেলা তাঁতীদলের সভাপতি রণেল চাকমা, সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর তাঁতীদলের সভাপতি খিজির আহাম্মদ, সাধারণ সম্পাদক মো: সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড তাঁতীদলের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা আলী আকবর ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন