অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিজিবির মানবিক সহায়তা


বান্দরবানের থানচি উপজেলা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরের এ সহায়তা বিতরন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আর ও বলেন, বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য ২৫ অক্টোবর শনিবার মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি থেকে ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া অগ্নিকান্ডের ১৩ টি দোকানদার সর্বশান্ত হয়েছিল।

















