parbattanews

অগ্নিকাণ্ডে পুড়ছে বঙ্গবাজার, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৩টির বেশি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, পুলিশ।

স্থানীয় লোকজনকেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সহায়তা করতে দেখা গেছে। বঙ্গবাজারসংলগ্ন হানিফ উড়ালসড়কের ওপরে মানুষের ভিড় জমেছে।

অগ্নিকাণ্ডে অবশিষ্ট দোকানগুলো থেকে মালপত্র বের করতেও ব্যবসায়ীদের সহায়তা করছেন স্থানীয় লোকজন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা হতাহতের কোনো খবর পাননি।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েকজন ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।

অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

Exit mobile version