মানিকছড়িতে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই


মানিকছড়ির ওয়াকছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউপির ১নং ওয়ার্ডের ওয়াকছড়ি এলাকায় থোয়াইংগ্য মারমার কুঁড়ে ঘরে মোমবাতি থেকে আগুনের সূত্রপাতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
থোয়াইংগ্য মারমা ও তার স্ত্রী ঘরের বাহিরে থাকা অবস্থায় ঘরে থাকা মোমবাতির আগুন মূহুর্তে কুঁড়ে ঘরে ছড়িয়ে পড়ে। এতে বেড়া ও টিন আবৃত ঘরটি নিমিষে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, কাপড়- চোপড়, হাড়িপাতিল সবই পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যান। সাবেক ইউপি মহিলা সদস্য শিউলি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ডে, মানিকছড়িতে
Facebook Comment