অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, অক্ষত পবিত্র আল কোরআন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি এতিমখানার টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে গেলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছে একটি পবিত্র আল কোরআন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য।সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এতিমখানার শিক্ষার্থীদের বই, খাতা, বেডিংসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে মাদরাসার তত্ত্বাবধায়ক আবুল কাশেমের শিক্ষা জীবনের সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজও আগুনে পুড়ে যায়।কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো ঘর পুড়ে গেলেও কোরআন শরিফের ভেতরের অংশ পুড়েনি। চারপাশে পোড়া দাগ থাকলেও কোরআনের আয়াত স্পষ্ট ও অক্ষত অবস্থায় রয়েছে।প্রত্যক্ষদর্শী আবুল হাসেম বলেন, "আগুনে কোরআন শরিফ পুড়েনি এমন ঘটনা শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। সত্যিই বিস্ময়কর!"স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, "মাদরাসার পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ রহমতে কোরআন শরিফ অক্ষত রয়েছে। আল্লাহ নিজেই তাঁর কিতাবের হেফাজত করেন, এটি তার বাস্তব প্রমাণ।"এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম বলেন, "আমিও দেখেছি অলৌকিকভাবে কোরআন শরিফ পুড়েনি। এটি আল্লাহর কিতাব, তিনি নিজেই এর হেফাজতকারী।" 
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন