parbattanews

অগ্নিকান্ডে পানছড়িতে ৯টি দোকান পুড়ে ছাই

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়

পানছড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ফার্ণিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এলাকায় মো: আলী মার্কেটে এই ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

ফার্নিচার মার্কেটের মালিক মো: আমান উল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফার্নিচার ব্যবসায়ী আজিজুল জানায়, আমার তিনটি দোকানসহ প্রতিটি দোকানেই তৈরি ফার্নিচারে ভরপুর ছিল। বিভিন্ন সমিতি থেকে লোন দিয়ে দাঁড় করানো প্রতিষ্ঠানগুলোর মালিকেরা এখন দিশেহারা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কিস্তি প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমিতি যাতে নুন্যতম ছয় মাস এক বছরের একটি সুযোগ প্রদান করে সে ব্যাপারে ব্যবসায়িরা সহযোগিতা কামনা করছে।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। তাদের জন্য কিছু করা যায় কী না তা দেখছেন বলে তিনি জানান।

Exit mobile version