parbattanews

কাপ্তাই-এ বিরল প্রজাতির অজগর সাপ ন্যাশনাল পার্কে অবমুক্ত

বিরল প্রজাতির সাপ ন্যাশনাল পার্কে অবমুক্ত করার সময় বন বিভাগের লোকজন

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ রেশম বাগান লোকালয় এলাকা হতে বিরল প্রজাতির একটি অজগর সাপ আটক করে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম জানান, রোববার (২৯ নভেম্বর) সকালে রেশন বাগান লোকালয় এলাকা হতে বিরল প্রজাতির ১৪ফুট দৈর্ঘ্য ও প্রায় ৩০ কেজি ওজনের অজগর সাপটি আটক করা হয়।

পরবর্তী দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহর নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে ( ন্যাশনাল পার্ক), রামপাহার বিট এলাকায় অবমুক্ত করা হয়। এসময় সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান, রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, রাম পাহাড় বিট কর্মকর্তা শহিদুল আলম উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা জানান, গত ২/৩মাসে বিভিন্ন এলাকা হতে প্রায় ২০টিরও অধিক সাফ লোকালয়, বিভিন্ন বাসা-বাড়ি, অফিস, কারখানা হতে আটক করে কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Exit mobile version