অটিস্টিক শিশুদের ওপর ছবি বানাতে চান ববিতা
বিনোদন ডেস্ক:
২০১৪ সালে নার্গিস আক্তার পরিচালিত পুত্র এখন পয়সাওয়ালা ছবি মুক্তি পাওয়ার পর অভিনয়ে নেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।
এবার তার পছন্দের চরিত্রের সম্পর্কে জানালেন তিনি। অটিস্টিক শিশুদের ওপর একটি ছবি বানাতে চান এবং এ ছবিতে অভিনয়ও করতে চান ববিতা। সে জন্য প্রস্তুত তিনি।
এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘নিজে পরিচালনা বা প্রযোজনা না করলেও অন্য কেউ অটিস্টিক শিশুদের নিয়ে ছবি বানাতে চাইলেও তাতে অভিনয় করতে আপত্তি নেই আমার।’ অতীতের অভিনয় করা বিভিন্ন চরিত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যত রকম চরিত্রে অভিনয় করেছি তাতে আমি সন্তুষ্ট। তবুও মনে হয় কোনো একটি চরিত্রে অভিনয় করা হয়নি। আর তা হচ্ছে অটিস্টিক শিশুদের ওপর লেখা গল্পের যে কোনো চরিত্র। আমার অনেক আগে থেকেই ইচ্ছা অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করা।’
প্রসঙ্গত, সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। এর আগে গেল বছর কলকাতা থেকেও তিনি আন্তর্জাতিকভাবে আজীবন সম্মাননায় ভূষিত হন।