parbattanews

অটিস্টিক শিশুরা দেশের সুনাম বৃদ্ধি করছে: এমপি দীপংকর

সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অটিজম বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ‘অটিস্টিক শিশুরা দেশের সুনাম বৃদ্ধি করছে’।

শনিবার (০৮ জানুয়ারি) সকালে কর্মশালায় এমপি আরও বলেন, দেশের অটিস্টিক শিশুরা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন খেলাধূলায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনছে। দেশের মান-মর্যাদা বৃদ্ধি করছে। অটিজম শব্দটি বর্তমানে অপরিচিত কোনো শব্দ নয়। অটিজম শব্দটি নিয়ে বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার অটিজম নিয়ে ব্যাপকহারে কাজ করছে। যে কারণে অটিস্টিক শিশুরা দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সোয়াকের ভারপ্রাপ্ত সচিব মো. সারোয়ার হোসেন প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

Exit mobile version