অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা ভুল ছিল: মুশফিক
ক্রীড়া ডেস্ক:
‘অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি এই ঘোষণাটি দেয়ার আগে বিসিবির সঙ্গে আমার আলোচনা করা প্রয়োজন ছিল। কারণ, তারাই আমাকে ক্যাপ্টেন বানিয়েছে।’ এভাবেই ভুল স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ে ছাড়ার আগে বুলাওয়ে বিমান বন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান।
মুশফিক জানান, তার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণাটি ভুল ছিল। আর এটি তিনি স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাছে। তিনি টেলিফোনে বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।
২৪ বছর বয়সী মুশফিক ২০১১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব করছেন। কিন্তু জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হয়েছিলেন মুশফিক। তিনি একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান যিনি টেস্টে ডাবল সেঞ্চুরির গৌরব অর্জন করেন। গত মার্চে গলে শ্রীলংকার বিপক্ষে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।