অনন্ত কুমার ত্রিপুরার মা বামরঙ ত্রিপুরা আর নেই, বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরার মাতা বামরঙ ত্রিপুরা(৮০) আর নেই।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নারায়ণহাট ইউনিয়নের প্রত্যন্ত ধামারখীল গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত বামরঙ ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য-বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার বেয়াইন এবং জেলা সদরের আনন্দনগর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলি ত্রিপুরার শাশুড়ি।
আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় প্রয়াতের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।