parbattanews

অনুদান নয়, সহযোগিতা করবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

অনুদান নয়, বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারে। প্রতিজনের এক মুঠো করে সহযোগিতা করলে অন্তত ক্ষতিগ্রস্তদের বুকে সাহস বাড়বে।

বান্দরবানের রোয়াংছড়িতে তালুকদার পাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২০ মে) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ এবং রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনের তালুকদার পাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, চাল এক বস্তা, তেল, ডাল, বালতি, মগ, ছাতা, বটি, কলসি, থালা, গামছা, লুঙ্গী, থামি, কম্বল, দুধ, চিনি, বিস্কুট, চা পাতা, খাবার পানি, হারি পাতিল, জগ, চামচ, বদনা ও গ্যাস। ত্রাণ বিতরণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্ল্যাহ আল জাবেদ সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা পরিষদে সদস্য লক্ষ্নীপদ দাশ, মো. মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, তিংতিংম্যা মারমা, সিংঅং খুমি, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনজেল হোসেন, রোয়াংছড়ি উপজেলা প:প: মংহ্লাপ্রু মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।

তাছাড়া নিজেস্ব অর্থায়নে বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেন পার্বত্য মন্ত্রী সহধর্মিনী মেহ্লাপ্রু মারমা, সেনাবাহিনী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্নীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিংঅং খুমি, পৌর কমিশনার অজিত কান্তি দাশ, ঠিকাদার সুজন, লুপ্রু মারমা, ঠিকাদার মেলন, মো. শামসুল হক, সঞ্জয়, বান্দরবান ইউনিট রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ।

Exit mobile version