parbattanews

অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক কিশোরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

BGB 02=14-08-2013

জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার রামগড়ের মহামুনী ক্যাম্পের বিজিবির জোয়ানরা আজ বুধবার সকালে অবৈধ অনুপ্রবেশকালে এক ভারতীয় কিশোরকে আটকের পর বিকেলে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে। বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর বিকেল সাড়ে ৫টায় ধৃত কিশোরকে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রামগড়ের ফেনী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে মহামুনী বিজিবি ক্যাম্পের টহল দল থোইলা মগ (১৬) পিতা-থোইয় প্রু মগ নামের এক ভারতীয় কিশোরকে আটক করে। ধৃত কিশোরের দেহ তল্লাসী করে ভারতীয় ১১১০ রুপিসহ একটি মোবাইল সেট জব্দ করা হয়।ধৃত কিশোরের বাড়ী  ভারতের  দক্ষিণ ত্রিপুরার মনু বাজারের প্রমেশ মগ পাড়ায় বলে জানিয়েছে বিজিবি।

একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বিজিবি ও বিএসএফ’র ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা মিটিং ও আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় কিশোরকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে মহামুনী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: জালাল উদ্দিন ফকির ও বিএসএফ’র পক্ষে ছোটখিল  ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রাজেন্দ্র সিংহ নেতৃত্ব দেন।

Exit mobile version