অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য ৫ উপদেষ্টা যারা
বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে।
নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-
১. মোস্তফা সারোয়ার ফারুকী, চলচ্চিত্র পরিচালক।
২. মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, বৈষম্যবিরোধী আন্দোলন।
৩. খোদাবক্স চৌধুরী, সাবেক আইজিপি।
৪. শেখ বশির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আকিজ-বশির গ্রুপ।
৫. ড. সাইদুর রহমান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও পাঁচজন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের বহন করার জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।