parbattanews

অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় টেকনাফ পৌরসভার লামার বাজার

ফাইল ছবি

সিসি ক্যামেরার আওতায় এসেছে টেকনাফ পৌরসভার লামার বাজার। চুরি, ডাকাতি, হাইজ্যাক, চিনতাইকারীসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড চিহ্নিতকরন কল্পে পৌরসভার ৭নং ওয়ার্ডের আওতাভুক্ত পৌরবাজারের বৃহত্তর অংশ লামার বাজারকে সিসি ক্যমরার আওতায় এনেছে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের অনুরোধে টেকনাফ লামার বাজার ব্যবসায়ীক কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দ।

গেল ২৮ অক্টোবর সমিতির অর্থায়নে এ সিসি ক্যমরা বসানো হয়েছে বলে লামার বাজার ব্যবসায়ীক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোজাহের মিয়া ও সাধারণ সম্পাদক আবদু ছবুর সওদাগর জানান। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, এ সিসি ক্যামেরা বসানোর ফলে চুরি, ডাকাতি, হাইজ্যাক, চিন্তাইকারীসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন।

লামার বাজারকে মডেল থানার অফিসার ইনচার্জের পরামর্শে যেভাবে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। তেমনি উপজেলার বৃহত্তর বাজার ও থানার মূল কেন্দ্র পৌর হাটবাজারের প্রতিটি মোড় ও গুরুত্বপুর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনলে চুরি, ছিনতাই, পকেটমার অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে স্থানীয় সচেতন মহলের অভিমত ।

টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ, মো. হাফিজুর রহমান জানান, সম্প্রতি মাদকপাচার, সন্ত্রাসী, চুরি বেড়েছে বলে খবর পাওয়ায় থানার আওতাভুক্ত সকল এরিয়াকে সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। তারই অংশ হিসাবে লামার বাজার কমিটিকে অনুরোধ করা হলে তারা উক্ত বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনেছে।

Exit mobile version