parbattanews

অপরাধ দমনে জনসাধারণকে বিজিবির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান

21

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ৩১ জোনের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। বুধবার  বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি জোন সদর দপ্তরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ারুল আযীম।

এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে জোনের অধিনস্থ সকল ক্যাম্প/বিওপি এলাকায় অন্তত এক হাজার পাঁচশ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরণের সহযোগিতামূলক কর্মসূচী এলাকার জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে জানিয়ে, এলাকার আইন শৃঙ্খলাসহ অপরাধ দমনে জনসাধারণকে বিজিবির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাইনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, প্রকাশনা ও তথ্য গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ধুংরী হেডম্যানপাড়ার কারবারী চাইচি অং মারমা প্রমূখ।

এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অতন্দ্র প্রহরী ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখেন বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।

তাদের মতে, বিজিবির কারণে ছিন্নমূল মানুষ একটু হলেও শান্তির পরশ নিতে পারবে। শীতের মধ্যে তারা আরাম করে ঘুমাতে পারবে। তাদের হয়ত সকাল বেলা আগুন জ্বালিয়ে উনুনের পাশে হাত গুটিয়ে বসে থাকতে হবে না। হয়ত দেখতে হবে না-শীতে কাতর বৃদ্ধ মানুষটির মৃত্যু। বিজিবির পাশাপাশি শীতার্তদের পাশে দাঁড়ানো এলাকার বিত্তবানদের নৈতিক দায়িত্ব বওে মনে করে তারা।

Exit mobile version