parbattanews

 অপহরণ ও চাঁদাবাজির মামলায় বান্দরবানের জেএসএস ১৫ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ১৫ নেতাকর্মীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানায়, রবিবার জেলা জজ আদালতের জেলা জজ হ্লা মং এর আদালতে আসামিদের জামিন আবেদন করিলে ১৫ নেতাকর্মীকে জামিন মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর চিফ জুডিসিয়াল আদালতে অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন মো. কবির। মামলার জামিন নামঞ্জুর করে জেল হজতে প্রেরণ করে জুডিসিয়াল ম্যাজিসস্ট্রেট আদালত।

গত ১৬ নভেম্বর রাজবিলা ইউনিয়নে তাইংখালী এলাকার মটর সাইকেল চালক আলিমের উপর গুলি বর্ষণ ঘটনার পর জেএসএস ১৮ নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলার দায়ের করেন আলিম। জেএসএস নেতাকর্মীদের হয়রানিমূলক মিথ্যা মামলা ও হয়রানির না করার জন্য জেলা প্রশাসক মাধ্যমে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন জনসংহতি কমিটির সদস্যরা।

Exit mobile version