অবরোধকারীদের চোরাগোপ্তা হামলা, মারধর, ট্রাক পিকাপে আগুন, নৈশ কোচে হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ ৫ জন আহত

KHAGRACHARI ROOD BLOCK POTO 13.06.2013
খাগড়াছড়ি    প্রতিনিধি॥
পাহাড়ের উপর থেকে চোরাগোপ্তা হামলা, কড়া পিকেটিং , মটর সাইকেল চালককে মারধর, ট্রাক ও পিকাপ জ্বালিয়ে দেয়া নানা তান্ডবের  মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার তিন উপজেলা মাটিরাঙ্গা, রামগড় , মানিকছড়ি ও খাগড়াছড়ি-ঢাকা , খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল – সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। ১৪৪ ধারা জারি করে সভা, সমাবেশে বাঁধাদান, আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক  যুব ফোরাম এ অবরোধের ডাক দেয়।

ভোর থেকে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীরা তিন উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে কড়া পিকেটিং শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে অবরোধের  আওতামুক্ত আলুটিলা এলজিইডি বাগান এলাকায় যান্ত্রিক ক্রুটির করণে বিকল হয়ে থাকা কলা বোঝাই  একটি ট্রাকে ১০/১২ জনের একদল পিকেটার পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস  কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনলেও ট্রাকটি আগুনে সম্পুর্ন ভস্মিভুত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে  বাইল্যাছড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ হামলা চালিয় ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় এক সেনা ও আমর্ড পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে। ভোর সোয়া ৬টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের  মাহবুব নগর এলাকায় একটি পিকাপে আগুন লাগিয়ে জালিয়ে দেয়। সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এক বাঙ্গালী মটর সাইকেল আরোহী মারধর করে।

খবর পেয়ে পুলিশ তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে পাঠায়। অন্যদিকে সাপামারা এলাকায় পাহাড়ের উপর থেকে চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে রামগড় সড়কের ঢাকাইয়া কলনী এলাকায় পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীরে উপর হামলা চালায় এবং তার মোটর সাইকেল ভাংচুর করে।

অবরোধের কারণে তিন উপজেলা ও খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার জন্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য যে, জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে বুধবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ(পিবিসিপি)’র পাল্টাপাল্টি সমাবেশ ঢাকাকে কেন্দ্র করে  উত্তেজনা সৃষ্টি হোয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে  স্থানীয় প্রশাসন ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন