অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল-পিকেটিং
দশম দফায় আহুত ২৪ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (৬ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া সড়কে স্বেচ্ছাসেবক দল, আলুটিলায় যুবদল, ফায়ার সার্ভিস এলাকায় পৌর বিএনপি, রাঙামাটি সড়কে ছাত্রদল, পেরাছড়া ও ভাইবোনছড়া সদর উপজেলা উপজেলা বিএনপি মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে।
এসময় তারা বেগম খালেদা জিয়াসহ সকল আটক নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয়।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাপ্রবাহ: অবরোধ, খাগড়াছড়ি, বিএনপি
Facebook Comment