অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে মহিলা দলের মিছিল


দশম দফায় আহুত ২৪ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন খাগড়াছড়িতে মিছিল করেছে জেলা মহিলা দল।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরে চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি বের হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বেগম খালেদা জিয়াসহ সকল আটক নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয়া হয়।
এছাড়া বুধবার রাতে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়ক ও ফায়ার সার্ভিস এলাকায় মশাল মিছিল করে খাগড়াছড়ি উপজেলা ও পৌর বিএনপি।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে বেড়েছে যানবাহন চলাচল। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাপ্রবাহ: অবরোধ, খাগড়াছড়ি, মহিলা দল
Facebook Comment