parbattanews

অবশেষে নাইক্ষ্যংছড়ি কলেজের শিক্ষক পরিষদ নেতাদের শপথ

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলানায়তনে এই শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ হাজী এম, এ কালাম সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে বিজয়ীদের অবশেষে অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলানায়তনে এই শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ বশির আহাম্মেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব গঠিত কমিটির ২য় মেয়াদের নব-নির্বাচিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, অর্থ-সম্পাদক মো. হেদায়েত হোসেন, কর্যকরি সদস্য মনিষা বড়ুয়া, হাছান আহামদ সোবাহানী, আমানুল হক।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এমদাদুল্লাহ মো. ওসমান, সিনিয়র প্রভাষক মো. মিজানুর রহমান, প্রভাষক মো. জসিম উদ্দীন, অধ্যাপিকা জেবুন নাহার চৌধুরী, অধ্যাপক শফিউল আলম, মো. জাফর আলম, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নিলোৎপল বড়ুয়া, বশির আহাম্মদ, প্রিয়তোষ শর্মা চন্দন, কাজী আয়াজুর রহমান, জাহানারা আক্তার লাকী, আবুল হোসেন, নজরুল ইসলাম জমাদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ৯ সেপ্টেম্বর শিক্ষক পরিষদ নির্বাচনে গোপন ব্যালেটের ভোটে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ও অর্থ সম্পাদক পদে হেদায়েত হোসেন নির্বাচিত হন। একই সাথে সদস্য পদে মনিষা বড়ুয়া ও আমানুল হক এবং হাসান আহাম্মদ সোবাহানী নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পর ফলাফল ঘোষণা স্থগিত রাখা হলেও ২১দিন পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

Exit mobile version