অবসরে যাচ্ছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী তারকা

মৌসুম শেষে অবসরে যাচ্ছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী তারকা ম্যাটস হামেলস। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোমা ডিফেন্ডার।

ইনস্টাগ্রামে আবেগঘন একটি ভিডিও পোস্ট করেন ৩৬ বছর বয়সী হামেলস। সেখানে উল্লেখ করেন, ‘এমন একটি মুহূর্ত যা কোনও ফুটবলারের এড়ানো সম্ভব নয়।’ আরও বলেছেন, ‘ফুটবলে ১৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার পর এই গ্রীষ্মেই আমার ক্যারিয়ার শেষ করছি।’

বায়ার্ন মিউনিখের জুনিয়র দল থেকে উঠে আসা হামেলস ১৮ বছর বয়সে ক্লাবটির হয়ে অভিষেক করেন। পরে তিনি যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে, সেখানে ইয়ুর্গেন ক্লপের অধীনে দুইবারের লিগজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

সতীর্থ সেন্টার-ব্যাক জেরোম বোটেংয়ের সঙ্গে খেলতে খেলতে হামেলস ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে প্রতিটি মিনিট খেলেছিলেন। যেখানে জার্মানি ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ ঘরে তুলে।

পরে তিনি আবার বায়ার্নে যোগ দিয়ে আরও তিনটি লিগ শিরোপা জেতেন। যদিও কিছু ডর্টমুন্ড সমর্থক তার বায়ার্নে ফেরাকে ভালো চোখে নেননি। হামেলস বায়ার্নে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় গেলেও ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি।

২০১৯ সালে হামেলস আবার ডর্টমুন্ডে ফিরে আসেন। অথচ তার এক বছর পরই বায়ার্ন প্যারিস সেন্ত-জার্মেইকে হারিয়ে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিশ্চিত করে।

হামেলস ২০১৩ ও ২০২৪ সালে দু’বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছেন। প্রতিবারেই ডর্টমুন্ডের হয়ে ওয়েম্বলিতে খেলে পরাজিত হয়েছেন।

৭৮ ম্যাচে জার্মানির হয়ে খেলা এই ডিফেন্ডার ডর্টমুন্ডের হয়ে ৫০৮টি ম্যাচ এবং বায়ার্নের হয়ে আরও ১১৮টি ম্যাচ খেলেছেন। তিনি ২০২৪ সালে ইতালির সিরি আ’ ক্লাব রোমায় যোগ দেন এবং সেখানে একটি মৌসুম খেলেই ফুটবলকে বিদায় দিচ্ছেন।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন